Friday , 15 November 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আজিমপুরে মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল ডাকাতেরা

প্রতিবেদক
admin
November 15, 2024 6:51 pm

ডেস্ক রিপোর্ট: রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেছে ডাকাতেরা।

শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন বলেন, ‘শিশুটির মা সরকারি চাকরিজীবী। তাঁরা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। দুপুরে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় আসেন। তখন অন্য জিনিসপত্রের সঙ্গে শিশুটিকেও নিয়ে যায়। সিসি ক্যামেরা অনুসরণ করে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। তবে এখনো শিশুটিকে পাওয়া যায়নি।’

এদিকে এ ঘটনায় শিশুটির ছবিসহ একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফারজানা আক্তারের এক সহকর্মী ওই পোস্টে লেখেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত