মোঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলার ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষের মাঝে দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ও নদী তীরবর্তী আশ্রায়ণ প্রকল্পে বসাবসরত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক-উজ-জামান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে ৪নং কয়রা গ্রামের বয়োবৃদ্ধ জামিলা খাতুন বলেন, কম্বলটা পাওয়ায় শীতের কষ্টটা লাঘব হবে।
গোবরা গুচ্ছগ্রামের বাসিন্দা তৈয়বুর রহমান (৬০) বলেন, মানুষের পাশে এসে কেউ কম্বল দেয় না। গ্রামে আসায় প্রকৃত অসহায় মানুষেরা কম্বলগুলো পেয়েছে।