পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের অপসারণের দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
রোববার বিকাল ৩টায় শিক্ষার্থীরা স্কুলের প্রধান সড়কে গিয়ে রাস্তা অবরোধ করে এবং বিভিন্ন শ্লোগান দেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায় ২০২৪ সালের ৭ মে স্কুলে যোগদান করার পর থেকে মাসে মাত্র একদিন স্কুলে আসেন। তিনি শিক্ষকদের এবং শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
শিক্ষার্থীরা তাকে অপসারণের দাবি জানান।
এসময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন।
এদিকে, পাইকগাছা থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় বিক্ষোভকারীদের আশপাশে অবস্থান করছিল।