দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নাশকতা মামলার আসামি নুরুজ্জামান গাজী ওরফে জুলু (৩০) ও মাদক ব্যবসায়ী আলামিন শেখ (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে দেবহাটা থানার এসআই গোলাম আজম ও হাফিজুর রহমান তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত নাশকতা মামলার আসামি নুরুজ্জামান গাজী ওরফে জুলু উপজেলার পলগাদা গ্রামের আলমগীর গাজীর ছেলে এবং আলামিন শেখ বসন্তপুর গ্রামের বাবুল শেখের ছেলে। মাদক ব্যবসায়ী আলামিন শেখকে গ্রেফতারকালে তার কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, নাশকতা মামলায় গ্রেফতারকৃত হাফিজুর রহমান জুলু চুরি মামলারও আসামি। গ্রেফতার পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।