উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে সরকারি বেসরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি সভা করেছে বেসরকারি সংস্থা সিসিডিবি।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় শ্যামনগর উপজেলা হল রুমে বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের (পিসিআরসিবি ফেইজ-২) আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্যোগের ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এনজিও সমন্বয়ক গাজী আল ইমরান সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সিসিডিবির প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় কমিউনিটিগুলোকে দুর্যোগ তথা জলবায়ু সহনশীল করে তোলা অত্যন্ত জরুরী।