কয়রা প্রতিনিধি: উপকূলবর্তী অঞ্চল খুলনার কয়রা উপজেলায় নীতি নির্ধারণী পর্য়ায়ের গুরুত্বপূর্ণ অংশীজনের সাথে সেবা প্রাপ্তি বিষয়ক নাগরিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) বিকালে ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে শাপলা নীড় এর সহযোগিতায় ও জে জে এস প্রস্তুতি প্রকল্পের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
কয়রা সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতেহাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী। আরো বক্তব্য রাখেন জে জে এস প্রজেক্ট অফিসার শ্রী অশোক কুমার, প্রজেক্ট ইন্জিনিয়ার মাহতাব হাসান, এপিও আবুল কালাম (বাবলা), এস এম, এ মজিদ, সেলিম গাজী, আইসিডির কো ফাউন্ডার আশিকুজ্জামান, মনিরুজ্জামান মিরাজ, মুসলিমা খাতুন প্রমুখ।
সভায় নিরপদ পানি, রেইন ওয়াটার হারভেস্টিং, স্যানিটেশন ও নাগরিক সেবা, দুর্যোগে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।