আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) উপজেলা অফিসার্স ক্লাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এবং এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ) এবং এমসি আর এএইচ-সার্ভিসেস ইউনিটের লাইন ডাইরেক্টর ডা. মোঃ মাহামুদুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আকিবউদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (এমসিএইচ) সহকারী পরিচালক মোঃ মোস্তফা কামাল, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক দিলদার হোসেন, ডা. মোঃ আঃ মান্নান শেখ।
কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় জানানো হয়, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সেবার পরিধি যেমন বেড়েছে, তেমনি স্বাভাবিক সন্তান প্রসবেও আস্থা বেড়েছে।