ডেস্ক রিপোর্ট: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে।
সোমবার দুপুর ২ টা ১২ মিনিটে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এজলাসে আসন গ্রহণ করেন। ২ টা ১৫ মিনিটে মোট ৮৪ পৃষ্টার রায়ের মূল অংশ পড়া শুরু করেন।
আদালতে উপস্থিত আছেন আলোকচিত্রী শহিদুল আলম, তার স্ত্রী একটিভিস্ট রেহনুমা আহমেদ, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল,ব্যারিস্টার সারা হোসেন।
এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে ড. ইউনূসসহ চার আসামি আদালতে হাজির হন।