ডেস্ক রিপোর্ট: ‘সনাক-টিআইবি’র সহায়তায় এসিজি’র উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা ভূমি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমি অফিসের সেবার মান বৃদ্ধি করার জন্য সিটিজেন চার্টার স্থাপন, সেবাগ্রহীতাদের জন্য পানীয়জলের ব্যবস্থা করা, ভূমি অফিসে জনবল বৃদ্ধি করা, ওয়েটিংরুমে ফ্যানের ব্যবস্থা করা, নারী ও প্রতিবন্ধীদের সেবায় অগ্রাধিকার প্রদান, দালাল প্রতিরোধ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি কার্যকর করা প্রভৃতি বিষয়ে আলোচনা এবং সমাধানের জন্য পরিকল্পনা ও কর্ম-কৌশল নির্ধারণ করা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এসিজি সহসমন্বয়ক এসএম বিপ্লব হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক এর ভূমি বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ডা. সুশান্ত কুমার ঘোষ ও ড. দিলারা বেগম। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন এসিজি সমন্বয়ক মো. অহিদুল ইসলাম, সদস্য বিউটি আক্তার, ইয়েস সদস্য মুশফিকুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম।