সাতক্ষীরায় খাবার পানির সংকট মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদে উইক্যান প্রকল্পের আওতায় সৃজনী মহিলা লোককেন্দ্র এই কর্মশালার আয়োজন করে।
ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইউপি সদস্য, সাংবাদিক, উপকারভোগীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রজেক্ট অফিসার জয় সরদার।
উন্মুক্ত আলোচনায় উপস্থিত ব্যক্তিবর্গ এলাকার খাবার পানির সংকট তুলে ধরেন।
সৃজনী মহিলা লোককেন্দ্রর সভানেত্রী জোসনা দত্ত খাবার পানির সংকট নিরসনে ইউনিয়ন পরিষদের বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।
কর্মশালায় ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খাবার পানি সংকট মোকাবেলায় ইউনিয়ন
পরিষদে বরাদ্দ বৃদ্ধির আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি