রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

এলো ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’ গানের মেটাল ভার্সন

প্রতিবেদক
star kids
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: বাংলা ব্যান্ডের মধ্যে অন্যতম পুরনো ব্যান্ড হলো ‘মহীনের ঘোড়াগুলি’। কলকাতার এই ব্যান্ডের বহু গানই ভীষণই জনপ্রিয়।
সেগুলোর মধ্যে অন্যতম হল ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’। গানটি শোনেননি এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন।

তবে এবার এই গানটি একেবারে নতুন রূপে প্রকাশ্যে এলো। মেটাল ভার্সনে এলো ‘মহীনের ঘোড়াগুলি’র ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’। অসমাপ্ত নামক একটি পেজের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয় গানটি। গেল ৩ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল এই ভিডিও।

গানটির মেটাল ভার্সন শুনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, আমার পারফরমেন্সটা দারুণ লাগল। হারমোনিয়ামটা কী বাজালেন! আগুন পুরো।

আরেক ব্যক্তি লেখেন, বুকের পাটা লাগে এসব করতে। কে কী বলল না শুনে এভাবেই কাজ করে যাও।

আরেকজন লেখেন, অনেকে অনেক কিছু বলবে। কিন্তু জীবনে কখনও কখনও নতুনত্বের প্রয়োজনীয়তা হয় বইকি! মজা পেলাম শুনে।

কেউ কেউ আবার বিরোধিতাও করেছেন। এক ব্যক্তি লেখেন, না হয়েছে কপি না আছে সেই ফ্লেভর। বেসুরে, বেতালা, জঘন্য একেবারে।

কেউ আবার লেখেন, মুখোশ পরলেই মেটাল গাওয়া যায় না ভাই। আরেকজনের কথায়, ভাই আপনি আগে গানটা শিখুন তারপর গাইবেন।

জেনে রাখা যায়, ১৯৭৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা স্বাধীন রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’। গৌতম চট্টোপাধ্যায়, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, এব্রাহাম মজুমদার, তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়- এই সাতজন সঙ্গীতশিল্পীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় সঙ্গীতদলটি। সত্তর থেকে নব্বইয়ের দশকে আধুনিক বাংলা গানের ধরন বদলে দিয়েছিলো তারা।

‘সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক’ (১৯৭৭), ‘অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব’ (১৯৭৮) এবং ‘দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি’ (১৯৭৯) এই তিন অ্যালবাম ভারতীয় রক মিউজিকের মাইলস্টোন। আশির দশকের গোড়ায় ব্যান্ড ছেড়ে নিজেদের কর্মজগতে ব্যস্ত হয়ে পড়েন দলের সবাই। তবে ১৯৯৫ সালে ফের মুক্তি পায় দলটির ‘আবার বছর কুড়ি পরে’। এই অ্যালবামেরই গান ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’-যা আজকের জেনারেশনের কাছেও সমান জনপ্রিয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!