ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুল মন্নান (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সদস্যরা।
সোমবার (২৪ মার্চ) র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ আব্দুল মন্নান (৫৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মোঃ জামাল গাজীর ছেলে।
র্যাব জানায়, ২০২২ সালে খুলনা মহানগর এলাকায় মাদক ব্যবসা পরিচালনাকালে হনিণটানা থানা পুলিশের হাতে মাদকসহ আটক হয় মোঃ আব্দুল মান্নান। এ ঘটনায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালত তাকে পাঁচ বছরের সাজা প্রদান করে। কিন্তু আসামি মান্নান আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘ ০৪ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। অবশেষে র্যাব-৬ এর সদস্যরা গোয়েন্দা তথ্যের তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলো।