সোমবার , ১২ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে চায় পাকিস্তান

প্রতিবেদক
admin
জুন ১২, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে একটি সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশকে নিয়ে দ্বিপাক্ষিক কিংবা আরও একটি দেশসহ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। তবে এই সিরিজ আয়োজনে এখনও কারো সঙ্গেই চূড়ান্ত আলোচনা হয়নি।

খবরে আরও বলা হয়েছে, এরই মধ্যে সিরিজ খেলার প্রস্তাব দিয়ে প্রত্যেকটি বোর্ডকে চিঠিও দিয়েছে পিসিবি। বোর্ডগুলো থেকে ইতিবাচক সাড়া পেয়েছে তারা। কারণ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাবে দলগুলো।

এদিকে এশিয়া কাপ নিয়ে বেশ কয়েক দিন ধরেই শঙ্কার খবর শোনা গেলেও এবার কিছুটা স্বস্তি মিলেছে। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হতে পারে এশিয়া কাপ। সেটা হলে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও কোনো সংশয় থাকবে না।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!