মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের আত্মনিয়োগের আহবান জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।
বুধবার (১৪ জুন) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সদর উপজেলার প্রাথমিক শিক্ষকদের প্রতি তিনি এই আহবান জানান।
সভায় শাহাব সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান বিলাল, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মল্লিক, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক শামিমা খাতুন, প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক আবুল হাসনাত, প্রধান শিক্ষক আবু সেলিম, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক আব্দুর সবুর প্রমুখসহ সদর উপজেলা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।