শনিবার , ১৭ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শার্শায় প্রধান শিক্ষকের মনগড়া প্রশ্নে পরীক্ষা নেওয়ায় বিপাকে শিক্ষার্থীরা

প্রতিবেদক
the editors
জুন ১৭, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মনগড়া প্রশ্নে পরীক্ষা নেওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। মানহীন এমন প্রশ্নে পরীক্ষা নেওয়ার কারণে চরম হতাশা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের এমন কর্মকান্ড শিক্ষার্থীরা বাড়িতে যেয়ে অভিভাবকদের জানালে অভিভাবকরা চরম হতাশা প্রকাশ করেন।

এবিষয়ে সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। সে কারণে প্রতি বছর যশোরের কথিত নামধারী এক প্রকাশনীর নিকট থেকে মোটা অংকের অনৈতিক সুবিধা নিয়ে থাকেন। এ কারণে ঐ প্রকাশনীর মন রক্ষার্থে তাদের দেওয়া মানহীন প্রশ্নে পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য করছে শিক্ষার্থীদের। এতে করে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষার মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে।

ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শিক্ষা বোর্ডের নির্ধারিত প্রশ্নে নেওয়ার কথা থাকলেও তা না নিয়ে প্রধান শিক্ষক অন্য প্রশ্ন দিয়ে পরীক্ষা নিচ্ছেন। এ প্রশ্নের মান খুবই খারাপ। আমরা পাঠ্য বইয়ের সঠিক প্রশ্নে পরীক্ষা দিতে চাই।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোমিনুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যেয়ে বলেন, ঘটনা সঠিক না। পরীক্ষা নিয়ম অনুযায়ী হচ্ছে।

শার্শা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান বলেন, শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত প্রশ্নের বাহিরে অন্য কোন প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমন করে থাকে তাহলে ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল বলেন, যদি এমনটি হয়ে থাকে তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!