বুধবার , ২১ জুন ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় বিষয়ক সভা

প্রতিবেদক
the editors
জুন ২১, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় উপজেলা পর্যায়ে ইমাম মোয়াজ্জিম কল্যাণ ট্রাস্ট এর সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু হুরায়রা’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, মসজিদের ইমামদের পেছনে দেশের সব মানুষ নামাজ আদায় করেন। ইমামদের স্থান সবার ঊর্ধ্বে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে খুতবার আগে বয়ান করার জন্য তিনি ইমামদের প্রতি আহ্বান জানান। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশ যে সক্ষমতা অর্জন করেছে তা শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। শান্তির বাতাবরণ সৃষ্টি করতে হলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে হবে বলে তিনি মনে করেন।

এসময় মুফতি শহিদুল ইসলাম, হাফেজ মাও. মহিবুল্লাহ, মুফতি মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিমগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!