মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাবেক ছাত্রনেতা বিদার হোসেন বাবলুর ৩ম মৃত্যুবার্ষিকী বুধবার

প্রতিবেদক
the editors
এপ্রিল ৪, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ

সাতক্ষীরায় আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী ও সাবেক ছাত্রনেতা বিদার হোসেন বাবলুর ৩ম মৃত্যুবার্ষিকী বুধবার।

প্রয়াত এ নেতা সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে।

তিনি তার প্রয়াত চাচা সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান স ম আব্দুর রউফ এবং বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের অনুপ্রেরণায় ৮০ এর দশকে বিভিন্ন ভোটের পোস্টার, লিফলেট বিতরণ করে রাজনীতিতে নাম লেখান। তারপর ১৯৮৪ সালে তৎকালিন তুখোড় ছাত্রনেতা ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীনের একনিষ্ঠ সঙ্গী হয়ে কঠোর পরিশ্রম ও আর্থিক সাহায্য করে দলকে এগিয়ে নিয়ে যান।

৭৫ পরবর্তী ১৯৮৮ সালে সর্ব প্রথম সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়। উক্ত কমিটিতে সহসম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯২ হতে ১৯৯৩ পর্যন্ত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, জাতীয় পরিষদ সদস্য ও দীর্ঘ ৬ মাস জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন প্রয়াত ছাত্রনেতা বিদার হোসেন বাবলু।

১৯৯৩ সাল হতে ১৯৯৫ সালে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও সদর থানা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে ২০০২ সাল পর্যন্ত।

অতঃপর ২০০৩ সাল হতে জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করে বর্ণাঢ্য সম্মেলনের মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। শারীরিক অসুস্থতার কারণে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব না নিয়ে ১নং সদস্য থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দলের অর্থ দাতা ছিলেন।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!