রবিবার , ২ জুলাই ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

এসএসসির ফল ২৫-২৭ জুলাই প্রকাশের প্রস্তাব

প্রতিবেদক
admin
জুলাই ২, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

এই কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার রোববার এই তথ্য জানান।

তিনি বলেন, “সরকার যেদিন ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করবে, সেদিন ফল প্রকাশ করা হবে।”

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে এসএসসি এবং এইচএসসির ফল প্রকাশ করা হয়।

গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ২৫ মে এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে তা কয়েকটি বিভাগে কয়েক দিন পিছিয়ে যায়। এবারের পরীক্ষায় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, শিক্ষা বোর্ডের প্রস্তাব অনুযায়ী এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হবে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন। এরপর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মায়া আছে বলেই তো রাজকে বাসায় ঢুকতে দিয়েছি: পরীমনি

সাতক্ষীরা বক্ষব্যাধি ক্লিনিকে মেলে না সেবা, আসেন না চিকিৎসক!

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজন

সংসদে প্রধানমন্ত্রী:পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি

ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনী থাকলে শিক্ষার্থীদের পক্ষেই থাকতে হবে: গীতি আরা নাসরীন

সাগরে ভাসতে থাকা ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

৫ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

পুলিশের ‘শ্রেষ্ঠ’ মাদক উদ্ধারকারীই ‘অর্থ খেকো’!

বরিশাল সিটি নির্বাচনে নৌকা ৪৩০৪, হাতপাখা ১০০৬

কাশিমাড়ীতে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের উদ্যোগে মহান ভাষা শহিদ দিবস পালন

error: Content is protected !!