বুধবার , ১ মার্চ ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটায় মন্দিরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একজন গ্রেপ্তার

প্রতিবেদক
the editors
মার্চ ১, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: অভিযান চালিয়ে শাহিন দেওয়ান (৩৫) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের শাহজাহান দেওয়ানের ছেলে।

বুধবার রাতে দেবহাটা থানার এসআই হাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ বলেন, গ্রেপ্তারকৃত শাহিন দেওয়ান সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় একজন সদস্য। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত ছোট-বড় চুরির ঘটনায় সম্পৃক্ত ছিল সে। সম্প্রতি পারুলিয়ার একটি মন্দিরের দুষ্প্রাপ্য কয়েকটি পিতলের মূর্তি ও সাড়ে তিনভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা তদন্তে নেমে তার সম্পর্কে এসব তথ্য পায় পুলিশ। শাহিন দেওয়ানের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা রয়েছে উল্লেখ করে ওসি বলেন, বেশ কিছুদিন নজরদারিতে রাখার পর তাকে অবশেষে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image