মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটায় বাল্যবিয়ে আয়োজন: মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
the editors
জুলাই ১১, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাল্যবিয়ে আয়োজন করার অপরাধে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর সখিপুরে আয়োজিত বাল্যবিয়ের অনুষ্ঠানে হানা দিয়ে তা পন্ড করে দেয় উপজেলা প্রশাসন। পরে মেয়ের বাবাকে দেয়া হয় অর্থদন্ড।

উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্র জানায়, সম্প্রতি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের এক পাত্রের সাথে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে পাকাপোক্ত করেন উত্তর সখিপুরের এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে মেয়ের বাড়িতে চলছিল বিয়ের তোড়জোড়। খবর পেয়ে চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের নির্দেশে মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানসহ প্রশাসনের একটি দল সেখানে হানা দেন। বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিতের পর পন্ডহয় বিয়ের যাবতীয় আয়োজন। সাথে সাথে মেয়ের বাবাকে নেয়া হয় নির্বাহী অফিসারের কাছে। এসময় তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানাসহ উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত ওই ছেলে মেয়েকে আনুষ্ঠানিকভাবে বিয়ে বা ঘর-সংসার করতে বাধ্য করবেন না মর্মে মুচলেকা করিয়ে নেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!