ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের দুই বোতল ভারতীয় এলএসডি মাদকসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার (১২ জুলাই) দুপুরে ১ কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারীর নাম তরিকুল ইসলাম (৪২)। তিনি কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বিজিবি জানায়, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে লিস্যারজিক এসিডডাইথ্যলামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কেড়াগাছি নামক এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০০ এমএল’র দুই বোতল ভারতীয় এলএসডি মাদকসহ চোরাকারবারী তরিকুল ইসলামকে হাতে নাতে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা বলে জানিয়েছেন আটক চোরাকারবারী তরিকুল ইসলাম।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।