মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুস্থ হলে কালই যাবেন লিটন, প্রথম ম্যাচে খেলা হচ্ছে না

প্রতিবেদক
the editors
আগস্ট ২৯, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ পিছু ছাড়ছে না কিছুতেই। শুরুতে তামিম ইকবাল, এরপর চোটের কারণে ছিটকে যান পেসার এবাদত হোসেন।

এরপর জ্বরে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে রোববার যেতে পারেননি লিটন দাসও।
ওয়ানডে ফরম্যাটে সহ-অধিনায়ক লিটন দাস। তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে দলের বড় ভরসাও। তবে তাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই, টিম ম্যানেজম্যান্ট সূত্রে এমনই জানা গেছে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, আজ সুস্থ হলে কালই কলম্বো যাবেন লিটন।

মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জালাল বলেন, ‘লিটন সুস্থ হলে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি ওর জন্য। যদি ও আজকের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো কালকেই আমরা চেষ্টা করবো ওকে কলম্বোতে নিয়ে আসার জন্য। ’

লিটনের না থাকা দলে বাড়তি চাপের তৈরি করেছে কি না এমন প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই। ও তো আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। যাই হোক, আশা করি কোনো সমস্যা হবে না। ’

এশিয়া কাপ খেলতে গত রোববার দেশ ছাড়ে বাংলাদেশ। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের লাহোরে মাঠে নামবে তারা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!