the editors logo
বৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত

প্রতিবেদক
the editors
এপ্রিল ৬, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

আলী আজিম, মোংলা (বাগেরহাট): বাগেরহাটে কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় জাকারিয়া (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন মুজাহিদ নামে আরও এক পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজের আপাবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া বাগেরহাট পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলে প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, মোংলা ইপিজেড থেকে দায়িত্বপালন শেষে ব্যক্তিগত মোটরসাইকেলযোগে বাগেরহাটে আসছিলেন জাকারিয়া ও মুজাহিদ। পথিমধ্যে আপাবাড়ি নামক স্থানে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন দুজন। এসময় দ্রুতগতির একটি গাড়ি এসে কনস্টেবল জাকারিয়াকে চাপা দেয়। এতে কনস্টেবল জাকারিয়া গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে জাকারিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!