শনিবার , ২২ জুলাই ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কোহলিকে পেয়ে আপ্লুত ক্যারিবীয় ক্রিকেটারের মা

প্রতিবেদক
admin
জুলাই ২২, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ভারতীয় মাস্টার ব্যাটার বিরাট কোহলি নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন। রেকর্ডগড়া সেই ইনিংসে তার মাইলফলকের ম্যাচটি হয়ে উঠেছে আরও স্মরণীয়। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের ভক্ত অনেক। চলমান সিরিজে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার মাও তার পাড় ভক্ত। তাই তো কোহলির দেখা পেতে ছুটে যান তিনি, পরবর্তীতে ভারতীয় ব্যাটারকে কাছে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পান কোহলি। এরপর দিন শেষে তার সঙ্গে দেখা করতে যান জশুয়া ডি সিলভার মা। মূলত কোহলির সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি পোর্ট অফ স্পেনে খেলা দেখতে এসেছিলেন। ভারতীয় দলের টিম বাসে ওঠার সময় সেখানে হাজির হন কোহলির এই নারী ভক্ত, তাকে দেখে এগিয়ে আসেন সাবেক এই ভারতীয় অধিনায়কও।

প্রথম দেখায় কোহলিকে জড়িয়ে ধরেন ডি সিলভার মা। এই সময় ৩৪ বছর বয়সী ব্যাটারকে মাতৃস্নেহের চুম্বনও দেন। পরবর্তীতে নিজের অনুভূতির কথা জানিয়ে সিলভার মা বলেন, ‘আমাদের সময়ে কোহলি হচ্ছেন অন্যতম একজন সেরা ব্যাটার। তার সঙ্গে দেখা করতে পেরে নিজেকে সম্মানিতবোধ করছি। সঙ্গে আমার ছেলেও তার সঙ্গে একই মাঠে খেলছে।’

এর আগে কোহলির ব্যাটিংয়ের সময় তাকে উইকেটের পেছন থেকে উৎসাহ দিতে দেখা যা ডি সিলভাকে। প্রথম টেস্টে কোহলি ৭৬ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে করেন ১২১ রান। তার ব্যাটিংয়ের সময় পেছন থেকে স্টাম্প মাইকে ক্যারিবীয় উইকেটরক্ষককে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘আমার মা বলেছে বিরাটের খেলা দেখতে আসবে। ভাবতেই পারছি না। ১০০ করো বিরাট, আমি চাই তুমি শতরান করো।’

সাধারণত বিপক্ষ উইকেটরক্ষককে ব্যাটারদের মনোযোগ ব্যাহত করার চেষ্টা করতে দেখা যায়। কিন্তু উইন্ডিজ উইকেটরক্ষক কোহলির প্রশংসা করেছেন, দিয়েছেন উৎসাহ। সিলভার কথায় ভারতীয় ব্যাটারের জন্য শ্রদ্ধা রয়েছে। কোহলিকেও দেখা যায় তার সঙ্গে হাসিমুখে কথা বলতে। তিনি সিলভাকে বলেন, ‘আমার সাফল্য নিয়ে তো তুমি খুব ভাবছো।’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!