ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় একদিনে একযোগে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে সাতক্ষীরা কালেক্টরেট পার্কে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলায় বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়।