আন্তর্জাতিক ডেস্ক: চীনে একটি স্কুলের জিমনেসিয়ামের ছাদ ধসে অন্তত ১১ জন মারা গেছেন।
শিল্পাঞ্চল হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ভবনটির দায়িত্বে থাকা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্ত কর্মকর্তারা বলছেন, রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এসব তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব চীনে প্রবল বৃষ্টির কারণে স্কুলের জিমনেসিয়ামের ছাদ ধসে অন্তত ১১ জন মারা গেছেন।
কর্মকর্তারা বলেছেন, ছাদ ধসে পড়ার আগে জিমনেসিয়ামের ভেতরে ১৯ জন ছিলেন।
তারা বলেন, ছাদ ধসের আগ মুহূর্তে চারজন সেখানে বের হয়ে যাতে সক্ষম হন। অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে বের করা ১৫ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে গেছেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হতাহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।