সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেট থেকে বের করা হলো ৫ পিস স্বর্ণের বার

প্রতিবেদক
the editors
মার্চ ৬, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৫৮৩ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ ইব্রাহিম বেপারী (৩৫) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টায় ভারতে প্রবেশকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের বর্হিরগমন থেকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম মুন্সিগঞ্জ জেলার চারকেওয়ার গ্রামের আব্দুল লতিফ বেপারির ছেলে। তার পাসপোর্ট নং এ ০৩৮৩২৯৮০।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশনে সতর্ক অবস্থান নেয় শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় সন্দেহভাজন ওই যাত্রীর গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে আটক পূর্বক তল্লাশি করা ও জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার কাছে কোন কিছু পাওয়া না গেলে, তাকে স্থানীয় বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে গিয়ে এক্সরে করলে তার পেটের ভিতরে বিশেষ কোন বস্তুর অস্তিত্ব টের পাওয়া যায়। পরে, কালো কসটেপ দিয়ে মোড়ানো ৫ পিস স্বর্ণের বার তার পেট থেকে বের করা হয়। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও স্বর্ণগুলো সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!