রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গরুর লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে খামার পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তারা

প্রতিবেদক
the editors
এপ্রিল ৯, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ

শহীদুজ্জামান শিমুল: সাতক্ষীরায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. এ.বি.এম আব্দুর রউফ’র সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে খামারীদের পরামর্শ দেন খুনলা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকতা ডা. মো. লুৎফর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মো.নাজমুস সাকিব, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তাহমিদ হাসান ইমতিয়াজ প্রমুখ।

এ সময় খামারিদের উদেশ্য বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকতা ডা. মো. লুৎফর রহমান বলেন, মশা-মাছি দ্বারা লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ছাড়ায়। এর চিকিৎসা ব্যয় বহল। এ থেকে রক্ষা পেতে গোয়াল পরিষ্কার রাখতে হবে। যাতে পর্যাপ্ত আলো বাতাস পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। মশা-মাছি দ্বারা এই রোগ ছাড়ায় তায় গোয়ালা ঘরে মশারি টানিয়ে রোগটি প্রতিরোধ করা সম্ভব।

এ সময় কয়েকটি খামার পরিদর্শন করে খামারীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও ইনজেকশন বিতরণ করেন অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!