শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মধুসূদন একাডেমি পুরস্কার ২০২২ পেলেন কথাসাহিত্যিক সমীরণ দাস

প্রতিবেদক
the editors
আগস্ট ৪, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: মধুসূদন একাডেমি পুরস্কার ২০২২ পেয়েছেন ওপার বাংলার খ্যাতিমান কথাসাহিত্যিক সমীরণ দাস। এছাড়া মধুসূদন একাডেমি সম্মাননা পেয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. কানাই সেন এবং কলকাতার লেখক ও প্রকাশক মারুফ হোসেন।

শুক্রবার (৪ আগস্ট) যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির মধুসূদন মিউজিয়ামে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সমাবেশে তাদের এই পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

মধুসূদন একাডেমি আয়োজিত স্মরণ সমাবেশে মধুসূদন একাডেমি পুরস্কার-২০২২ ও মধুসূদন একাডেমি সম্মাননা প্রদানের পাশাপাশি মধুসূদন স্মারক বক্তৃতা, আলোচনা, আবৃত্তি, নিবেদিত কবিতা পাঠ ও মধুগীতি পরিবেশন করা হয়।

মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে এই স্মরণ সমাবেশের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। মূখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত গবেষক ও কথাসাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন। স্মারক বক্তৃতা করেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. কানাই সেন। বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার। আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ এবং প্রাবন্ধিক ও গবেষক বিভূতিভূষণ মন্ডল। স্বাগত বক্তব্য দেন মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উজ্জ্বল ব্যানার্জী।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ওপার বাংলার প্রখ্যাত ৩ জনের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!