আন্তর্জাতিক ডেস্ক: ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপানের হোক্কাইডো। স্থানীয় সময় শুক্রবার (১১ আগস্ট) সকালে এই ভূমিকম্প অনুভূত হয়।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল। ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে কোনো সুনামি সতর্কতা জারি করেনি জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। দেশটি ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত।
গত মার্চেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল হোক্কাইডো। রিখটার স্কেলে যা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল বলে জানিয়েছিল দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা। ওই ভূমিকম্পে হোক্কাইডো ছাড়াও অন্যান্য অঞ্চলগুলো কেঁপেছিল।