মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সিকদার বাড়িতে এশিয়ার সর্ববৃহৎ দুর্গা মণ্ডপে ৬৫ ফুটের কুম্ভকর্ণ

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ

সাকিব হাওলাদার, বাগেরহাট: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দুর্গা মণ্ডপ বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়িতে এ বছর ৫০১টি প্রতিমা নিয়ে দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে।

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সিকদার বাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে সিকদার বাড়ির পূজা মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। দু্-এক দিনের মধ্যে শুরু হবে রং তুলির কাজ। এবার দুর্গাপূজায় সিকদার বাড়িতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৬৫ ফুট লম্বা কুম্ভকর্ণের ঘুমন্ত মূর্তি।

আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব। এর আগে সর্বশেষ ২০১৯ সালে বাগেরহাটের শিকদার বাড়িতে ৮০১টি প্রতিমা তৈরি করে সবচেয়ে বড় দুর্গাৎসবের আয়োজন করেছিলেন ব্যবসায়ী লিটন শিকদার।

করোনা পরিস্থিতির জন্য ২০১৯ পরবর্তী তিন বছর শিকদার বাড়িতে দুর্গাৎসবে জাঁকজমকপূর্ণ বড় কোনো আয়োজন করা হয়নি। এবছর আবারো জাঁকজমকপূর্ণ আয়োজনে খুশি হিন্দু ধর্মাবলম্বীরা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলী ৪ যুগের পৌরাণিক কাহিনী অবলম্বনে প্রতিমা তৈরী ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর্য শিল্পীরা। ভাস্করদের নিপুন হাতের ছোঁয়ায় উঠে এসেছে রামায়ণ, মহাভারতের বিভিন্ন পৌরাণিক কাহিনী।

ভাস্কর তপন মন্ডল বলেন, সিকদার বাড়ি দুর্গাপূজার আয়োজক লিটন শিকদারের দিকনির্দেশনায় এবছর দূর্গামণ্ডপে হিন্দু পৌরাণের চার যুগের বিভিন্ন কাহিনী অবলম্বনে ৫০১টি প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। বাকি সময় জুড়ে চলবে সাজসজ্জা ও রংতুলির কাজ। পুজোর সময় দর্শনাথীরা যাতে সহজে প্রতিমা গুলোকে দর্শন করতে পারে সে লক্ষ্যে সারিবদ্ধ ভাবে কয়েকটি লাইনে প্রতিমাগুলো রাখা হয়েছে। মণ্ডপের এবছরের প্রধান আকর্ষণ কুম্ভকর্ণের ৬৫ ফুটের ঘুমন্ত প্রতিমা, যার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু রং করার অপেক্ষা। আমরা পনেরো জন ভাস্কর-শিল্পী প্রতিমা তৈরি ও সাজ-সজ্জার কাজে নিয়েজিত রয়েছি। আশা করছি নির্ধারিত সময়ের আগেই সকল কাজ সম্পন্ন হবে।

বাগেরহাটের কারাপাড়া এলাকা থেকে প্রতিমা তৈরি দেখতে আসা গোবিন্দ সাহা বলেন, করোনার আগে এই মণ্ডপে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পূজা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু গত তিন বছর করোনার কারণে জাঁকজমকভাবে পূজা হয়নি। এ বছর বড় করে পূজা হবে শুনে পরিবার নিয়ে ঠাকুর তৈরি দেখতে এসেছি। আশা করছি এবারও এই মণ্ডপে পূর্বের মতো দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থীর আগমন ঘটবে।

বাগেরহাট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র বলেন, অসংখ্য দেব-দেবীর প্রতিমা তৈরি করে পূজার আয়োজন করা হয় বলে সিকদার বাড়ির দুর্গা মণ্ডপকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দুর্গা মণ্ডপ বলা হয়। বাংলাদেশ ও ইন্ডিয়ার অসংখ্য মানুষ এ মণ্ডপে আসেন। আশা করছি আবারও সিকদার বাড়ি দুর্গা মণ্ডপে লাখো মানুষের সমাগমে উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হবে।

তিনি আরো বলেন, করোনা মহামারী ছাপিয়ে উঠে ২০২২ সালে বাগেরহাট জেলায় ৬৬৩টি মণ্ডপে পূজা উদযাপিত হয়েছিল। এবছর সেই সংখ্যা প্রায় ৭০০ থেকে ৭৫০ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!