শুক্রবার , ৩১ মার্চ ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মধ্যপ্রদেশে মন্দিরের কুয়ার ছাদ ধসে নিহত ৩৫

প্রতিবেদক
admin
মার্চ ৩১, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি মন্দিরে কুয়ার ছাদ ধসে নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। এই ঘটনায় ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলেশ্বর মহাদেব মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভি।

ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি এএনআইকে বলেন, মোট ৩৫ জন নিহত হয়েছেন, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন। দুজনকে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানে অভিযান চলছে।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। এখনও অভিযান চলছে।

মন্দিরটির অবস্থান ইন্দোরের সবচেয়ে পুরোনো আবাসিক এলাকা স্নেহ নগরে। বেসরকারি একটি দাতব্য সংস্থা এই মন্দিরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

বাসিন্দাদের অভিযোগ আমলে নিয়ে ইন্দোর মিউনিসিপ্যাল করপোরেশন কাজ করলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলে জানিয়েছে একটি সূত্র।

রাম নবমীতে এই মন্দিরের কুয়ার ছাদে আচার পালন করা হচ্ছিল। কংক্রিটের স্ল্যাবটি ৩০-৪০ জনের ওজন নেওয়ার মতো শক্তিশালী ছিল না। ফলে এখানে আসা পূণ্যার্থীরা ছাদ ভেঙে ৪০ ফুট গভীরে পড়ে যান।

জাতীয় দুর্যোগ সাড়াদান বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ সাড়াদান বাহিনী (এসডিআরএফ) এই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!