সাকিব হাওলাদার, বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া প্রায় ৩ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা মূ্ল্যের ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটে একটি মাইক্রোবাস তল্লাশি করে এসব তার উদ্ধার এবং মাইক্রোবাসটি জব্দ করেন আনসার সদস্যরা। এসময় চুরির সাথে জড়িত তিনজনকে আকট করা হয়। উদ্ধারকৃত তামার তারের মূল্য প্রায় ৩ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা।
আটককৃতরা হলেন, বাগেরহাটের ভাড়াশিয়া এলাকা আশরাফ আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (১৯), খুলনা জেলার রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মোঃমাহাবুবহোসেন (২১) এবং সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মফিজ সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর সরদার (৪৮)। তাদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।