সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ইরানে শিয়াদের পবিত্র স্থাপনা শাহ চেরাগে হামলা

প্রতিবেদক
the editors
আগস্ট ১৪, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক | ইরানের দক্ষিণের শহর শিরাজে শিয়া ধর্মাবলম্বীদের পবিত্র স্থাপনা শাহ চেরাগে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

এক বছরের কম সময়ের মধ্যে এই স্থাপনায় দ্বিতীয়বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বৌয়ালি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে শাহ চেরাগের দক্ষিণ ফটক দিয়ে এক অস্ত্রধারী সন্ত্রাসী কার্যক্রম চালাতে ঢুকে পড়ে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি অ্যাসল্ট রাইফেল, ২৪০টি গুলিসহ আটটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

অনলাইনে ভিডিওতে দেখা যায়, লোকজন আতঙ্কে ওই স্থাপনার বাইরে দৌড়াচ্ছে, দোকানপাট বন্ধ করে দিচ্ছে। ছবিতে দেয়াল ও জানালায় বুলেটের গর্ত এবং মাটিতে রক্ত দেখা গেছে।

ফার্স প্রদেশের স্থাপনাটি শিয়া ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ। গেল বছরের ২৬ অক্টোবর একই ধরনের একটি হামলা হয় ওই স্থাপনায়। হামলায় বন্দুকধারী ১৩ ব্যক্তিকে হত্যা করে, ৪০ জন আহত হয়। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়।

আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠী তাদের আমাক ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করে এবং হামলার দায় স্বীকার করে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!