বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে সকলের জন্য নিরাপদ খাদ্য সুরক্ষায় গ্রামীণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী ব্যারাকে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের দাবিতে পেস্টিসাইড একশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক (প্যানাপ) এবং বারসিকের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বারসিকের পরিচালক ও লেখক পাভেল পার্থ বলেন, ফসলী জমিতে বিষ ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া মানুষ ও গবাদি পশুসহ সকলের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি।
বারসিকের প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদারের পরিচালনায় স্থানীয় কৃষক, জেলে, মুন্ডা, আদিবাসী, বাগদি, সাংবাদিক, গবেষক, নারী পুরুষ যুবসহ স্থানীয় সরকারের প্রতিনিধিরা সভায় অংশ নেন।