ডেস্ক রিপোর্ট: আপনারা নৌকায় ভোট দেবেন তো? বক্তব্য প্রদানের এক পর্যায়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এই প্রশ্নের উত্তরে নারায়ণগঞ্জের জনসভায় উপস্থিত লাখো জনতা হ্যাঁ সূচক উত্তর দেন। এসময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলে ওঠেন অবশ্য নৌকায় আবার লাঙ্গলও জড়ায়ে পড়ছে। একথা বলে হাসতে হাসতে তিনি একটু পানি খেয়ে নেন। পরে বলেন, আপনারা সে বিষয়টাও একটু দেখবেন।
বৃহস্পতিবার (৪ জানুয়রি) বিকেলে নারায়নগঞ্জ শহরের ইসদাইর এলাকার একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আওয়ামী লীগের জনসভায় সমঝোতার আসনে লাঙ্গলের প্রার্থীদের ভোট দেওয়ার ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য ভিডিও দেখুন এই লিঙ্কে…
সূত্র: আরটিভি