ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা কেন্দ্রীয় খ্রিস্টিয় সমাজ (ক্যাথলিক চার্চ-সাতক্ষীরা) এর কমিটি গঠন করা হয়েছে।
এতে আগামী তিন বছরের জন্য পালক পুরোহিতকে প্রধান পৃষ্ঠপোষক, হেনরী সরদারকে সভাপতি ও অনিমেষ ব্যানার্জীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) রাতে সাতক্ষীরা ক্যাথলিক চার্চ মিলনায়তনে হেনরী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন হয়।
সভায় বক্তব্য রাখেন আনন্দ দাশ, দমিনিক মন্ডল, রাজীব বৈরাগী, অনিমেষ ব্যানার্জী, দানিয়েল হালদার, দানিয়েল মন্ডল, মার্থা রায়, সুমন মন্ডল, তারামনী পান্ডে, পল বৈরাগী ও অতিথি শতদল দাশ।
৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি সেরাফিন রায়, বার্না বাস বৈরাগী, তারামনী পান্ডে, যুগ্ম ও সহসম্পাদক যথাক্রমে দানিয়েল হালদার, প্রদীপ বর, মার্থা রায়, সুমন মন্ডল, অর্থ সম্পাদক শিমন মাখাল, সাংগঠনিক সম্পাদক রাজিব বৈরাগী, সহ-সাংগঠনিক সম্পাদক জনি গাইন, ধর্ম বিষয়ক সম্পাদক দমিনিক মন্ডল, কবরস্থান সম্পাদক পৈল বৈরাগী, সামাজিক ও শৃংখলা সম্পাদক অমল ব্যানার্জী, অর্থনীতি সম্পাদক আনন্দ দাশ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুবী মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক ডা. রনি হিরা, ক্রীড়া সম্পাদক মতি সরদার, মহিলা বিষয়ক সম্পাদক বিথি ব্যানার্জী, আইন বিষয়ক সম্পাদক জোহন নিলু সরকার, যুব বিষয়ক সম্পাদক শুভ মন্ডল, পাড়া প্রতিনিধি যথাক্রমে নিরাঞ্জণ সরকার, বাবলু বর, মার্ষ্কুষ গাইন, পিতর পান্ডে, রবার্ট মন্ডল, আন্দ্রিয় সরদার নিরা, যুব প্রতিনিধি যথাক্রমে শুভ সরকার ও পৃতিক মন্ডল, নির্বাহী সদস্য যথাক্রমে দানিয়েল মন্ডল, গিল বার্ট মন্ডল, রবিন সরকার ও রিচার্ড হালদার।
সভা পরিচালনা করেন রাজিব বৈরাগী ও অনিমেষ ব্যানার্জী।