শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

যশোর জেলা ছাত্রলীগের ১১ নেতা শোকজ

প্রতিবেদক
the editors
আগস্ট ২৬, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: যশোর জেলা ছাত্রলীগের ১১ নেতাকে শোকজ করা হয়েছে।

শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভ্যন্তরীণ কোন্দলে দো-টানায় পড়েছে সাধারণ কর্মীরা। বাড়ছে গ্রুপিং, পাল্টাপাল্টি দোষারোপ।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ১ সেপ্টেম্বর ছাত্রসমাবেশের আয়োজন করবে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সেই ছাত্রসমাবেশ সফল করতে যশোরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রস্তুতি সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে জেলার অন্তর্গত ২৮টি ইউনিটের সভাপতি সম্পাদক, আহবায়ক যুগ্ম-আহবায়কসহ কমিটি না থাকা ইউনিটের সম্ভাব্য সভাপতি সম্পাদক পদপ্রার্থীদের ২৫ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় গাড়িখানা রোডে জেলা আ’লীগের কার্যালয়ে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়। বিপত্তি দেখা দেয় সেই প্রস্তুতি সভায় নেতাকর্মীদের উপস্থিত হওয়া নিয়ে। যথা সময়ে ইউনিট প্রধান, সম্ভাব্য পদ প্রত্যাশীরা উপস্থিত হলেও ২২ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের আংশিক কমিটির ১১ জন পদধারী নেতা উপস্থিত হয়নি। অনুপস্থিত নেতারা হলেন সহ-সভাপতি ইমরান হোসেন, শাহাদাৎ হোসেন রনি হাওলাদার, কায়েস আহমেদ রিমু, আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, রাকিবুল আলম ও ফাহমিদ হুদা বিজয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনুপস্থিত ১১ জন পদধারী নেতাকে শোকজ করার প্রেস বিজ্ঞপ্তি। ৩ কার্য দিবসের মধ্যে স্বশরীরে লিখিত আকারে শোকজের জবাব দিতে বলা হয়।

শোকজের বিষয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন বলেন, বর্ধিত সভার কোন চিঠি পায়নি। জেলার সভাপতি সম্পাদকের সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় নেই। তাদের দুইজনের একক সিন্ধান্তে প্রেস রিলিস দেয়, আবার তুলেও নেই। সভাপতি সম্পাদকের স্বেচ্ছাচারিতায় সাংগঠনিক কোনো কার্যক্রম নেই। এই দুইজন যে কয়টি কমিটি দিয়েছে, তা সাংগঠনিক কমিটির সঙ্গে আলোচনা করেনি। অছাত্র জামাত বিএনপি পরিবারের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো সাংগঠনিক কাজে কাউকে ডাকে না। তার পরেও শুনেছিলাম বর্ধিত সভা সম্পর্কে; তবে যায়নি তাদের স্বেচ্ছাচারিতায় কারণে। তিনি আরো বলেন, শোকজ করেছে, শোকজের জবাব দেব কেন্দ্রীয় নেতাদের কাছে। জেলার সভাপতি সম্পাদকের কাছে দেব না।

যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয় বলেন, প্রেস রিলিস ফেসবুকে ঘুরছে, ওটা দেখেছি। জেলা ছাত্রলীগ তো প্রেস রিলিস নির্ভর। ওনারা তো কমিটির অন্য নেতাদের সঙ্গে আলোচনা করেন না। সভাপতি সম্পাদক দুজনে আলোচনা করে কমিটি দেওয়া থেকে শুরু করে যা কার্যক্রম করে সেটা রাতের আধারে প্রেস রিলিজের মাধ্যমে করে। এখন শোকজ করেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের সঙ্গে আলোচনা করে আমার জবাব দেব।

আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, অসুস্থ ছিলাম বর্ধিত সভার বিষয়টি জানি না। তাছাড়া এদিন সারাদিন বৃষ্টি হয়েছে বের হতে না পারার কারণে যেতে পারেনি।

জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুণ বলেন, বিশেষ প্রস্তুতি সভায় উপস্থিত না থাকায় ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাদের সবাইকে লিখিত আকারে সভাপতি সম্পাদক কাছে স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে ১১ জন পদধারী ছাত্রনেতা অনুপস্থিত থাকায় সংগঠনের নির্দেশনা না মানার কারণে তাদেরকে শোকজ করা হয়েছে।

সভাপতি সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয় অস্বীকার করে তিনি বলেন, এটি ভিত্তিহীন, প্রস্তুতি সভার বিষয়ে সাধারণ সম্পাদক তাদেরকে মোবাইল ফোনে একাধিক বার জানানোর চেষ্টা করেছে। তাদের কেউ কেউ সম্পাদকের ফোন কল টি রিসিভ করেনি। যার সব রেকর্ড আমাদের কাছে রয়েছে।

উল্লেখ্য, ২১ সালের ৪ ঠা এপ্রিল আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পত্রে জেলা ছাত্রলীগের ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটি থেকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে কিছুদিন আগে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সহ-সভাপতি আলী হাসান মোর্তজা রিফাত। সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ জীবন জীবিকার প্রয়োজনে প্রবাসী আর এক সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনকে দলীয় আদর্শ নীতি বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে কমিটির ২ জন সহ-সভাপতি বিবাহিত বলেও শোনা যাচ্ছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!