মেহেদী হাসান শিমুল: আলিম পরীক্ষায় এবছরও ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে সাতক্ষীরার হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামীয়া কামিল মাদ্রাসা।
সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ০৭ জন এ+, ৩৬ জন এ, ৮ জন এ-, ৬জন বি এবং ০৯ সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতভাগ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমান জানান, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন হয়েছে।আগামীতেও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।