রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রোমানিয়ায় জ্বালানি স্টেশনে বিস্ফোরণ, হতাহত ৪৭

প্রতিবেদক
the editors
আগস্ট ২৭, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ায় একটি জ্বালানি স্টেশনে পর পর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও ৪৬ জন। আহতদের মধ্যে ২৬ জন ফায়ার সার্ভিস কর্মী।
বিপজ্জনক ঘোষণা দিয়ে জ্বালানি স্টেশন ও এর আশপাশের প্রায় আধা মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশটির রাজধানী বুখারেস্টের ওই জ্বালানি স্টেশনে বিস্ফোরণ দুটি ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বুখারেস্টের একটি তরলীকৃত পেট্রোলিয়ম গ্যাস (এলপিজি) স্টেশনে প্রথম বিস্ফোরণ ঘটে ও একজন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আগুন নেভাতে গেলে ফের বিস্ফোরণ ঘটে। এতে ২৬ ফায়ার ফাইটার আহত হন। যাদের মধ্যে অন্তত আটজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা এতোটাই আশঙ্কাজনক যে, উন্নত চিকিৎসার্থে তাদের দেশের বাইরের হাসপাতালে পাঠানোর পরিকল্পনা করছে রোমানিয়া সরকার।

এদিকে বিস্ফোরণ ঘটা স্থান ও এর ৭০০ মিটার ব্যাসার্ধ হতে লোকজনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ, যাতে আর কোনো হতাহতের ঘটনা না ঘটে।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে রোমানিয়ার জরুরি বিভাগের প্রধান রায়েদ আরাফাত বলেছেন, ‘এলাকাটি এখনও বিপজ্জনক। আরেকটি ট্যাংকারে আরেকটি বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। ’

এদিকে বিস্ফোরণের এই ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস। আহতদের প্রতি সুচিকিৎসা ও দেখভালের আশ্বাস দিয়েছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘ওই এলপিজি স্টেশনে যা ঘটেছে তাতে আমি গভীরভাবে দুঃখিত। দুর্ঘটনাস্থলে কোনো ধরনের নিয়ম ভঙ্গ হয়েছে কিনা তা দেখার জন্য দ্রুত তদন্ত শুরু করা হবে, যাতে এই ধরনের বিপর্যয় আর না ঘটে। আমি কর্তৃপক্ষকে আহতদের জন্য জরুরি ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি। ’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-২ জারি

তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী

কালিগঞ্জ থানার নতুন ওসি মো. শাহিন

কলবাড়ি নেকজানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

রোজা শুরুর আগে যা যা করবেন

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে: উপমন্ত্রী হাবিবুন নাহার

আধুনিক সাতক্ষীরার স্বপ্নদ্রষ্টা স. ম আলাউদ্দীন

রূপনা-তহুরাদের হারিয়ে মারিয়া মান্ডা-সুমাইয়ারা চ্যাম্পিয়ন

error: Content is protected !!