বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে প্রাচীর ধসে পড়ে নির্মাণ শ্রমিক নিহত, আহত ১

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২১, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

সুলতান শাহজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ড্রেন নির্মাণের কাজ চলাকালে সড়কের পাশের প্রাচীর ধসে পড়ে মোমিন মল্লিক (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোশারফ মল্লিক (৩৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার গোপালপুরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন মল্লিক (৬০) উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হরিনাগাড়ি এলাকার রজত আলী মল্লিকের ছেলে।

আহত মোশারফ মল্লিক (৩৫) একই এলাকার মৃত মোরশেদ মল্লিকের ছেলে।

একই সঙ্গে কর্মরত শ্রমিক আমিনুর রহমান জানান, সকালে আমরা মুক্তিযোদ্ধা সড়কের সাব্বির সাহেবের বাড়ির সামনে ড্রেনের কাজ শুরু করি। হঠাৎ সাব্বির সাহেবের বাড়ির প্রাচীরের দেয়াল ভেঙে মমিন ভাই ও মোশারফের উপর পড়ে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার জানান, তাৎক্ষণিক আহত দুই শ্রমিককে চিকিৎসা দেয়া হয়েছে। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নির্মাণ কাজের ঠিকাদার আবুল বাশার জানান, শ্রমিকরা সকালে গোপালপুর এলাকায় ড্রেন নির্মাণের কাজ শুরু করলে সড়কের পাশের বাড়ির দুর্বল প্রাচীর ধসে পড়ে দু’জন শ্রমিক মারাত্মক আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সাতক্ষীরা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মোমিন মল্লিক মারা যান।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাবেক সভাপতি আনিছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

সিঙ্গাপুরকে উড়িয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল বাংলাদেশের মেয়েরা

২ জুন সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক অবরোধের ঘোষণা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে আঃ হাকিমের মতবিনিময়

সামান্থার বিচ্ছেদের পেছনে মন্ত্রীর হাত!

শাহরুখের ন্যায় ভক্তদের দেখা দিলেন জিৎ

গাজায় আগ্রাসনের জের, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া

সমৃদ্ধির পথে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন : আইএমএফ প্রধান

ওষুধ কোম্পানি থেকে যে টাকা নিচ্ছেন, একটু ভাবা উচিত

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ শিহাবউদ্দীনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

error: Content is protected !!