রিজাউল করিম: সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবউদ্দীনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
রোববার (২৫ আগস্ট) সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় অধ্যক্ষ ড. শিহাবউদ্দীনের বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাৎসহ একনায়কতন্ত্র কায়েমের মাধ্যমে কলেজ পরিচালনার অভিযোগ তুলে তাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে কলেজের উপাধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও বিএম ইউনুছ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তপন কুমার দে, তরুন কান্তি সানা, প্রভাষক আজিম খান শুভ, সৈয়দা সুলতানা শীলা, কলেজের ছাত্র হাসানুল বান্না, খালিদ বিন ওয়ালিদ, নাফিস হোসেন প্রমুখ।
বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে ড. শিহাবউদ্দীনের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন।