সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: পাগলিটা যমজ সন্তানের মা হয়েছে, কিন্তু বাবা হয়নি কেউ! সদ্য ভূমিষ্ঠ যমজ ভাই বোনের নির্বাক চাহনি যেন বারবার প্রশ্নবিদ্ধ করছে আমাদের। হয়ত তাদের নির্বাক চাহনিই বলছে কি দোষ ছিলো আমাদের? আমার মানসিক ভারসাম্যহীন মায়ের? কেন আমাদের পিতার পরিচয় ছাড়া জন্ম নিতে হলো? হাজারও প্রশ্নের উত্তর যেন অজানা সবার।

গেল রোববার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইনিয়নের শ্রীপুর নতুন গ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারী জন্ম দেয় যমজ শিশু। এই গ্রামের জামানের বাড়িতে নারী সন্তান প্রসব করেন। পরে মা ও শিশুদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তাদের শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় সন্ধ্যা পৌনে ৬টায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে।

হাসপাতালের লেবার ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সেবিকারা জানিয়েছেন, সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের প্রসূতিকে ভর্তি করা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। বর্তমানে মা ও শিশু দুটি ভাল আছে। শংকা কেটে গেছে।

এ বিষয়ে হাসপাতালে প্রসূতি ও যমজ শিশুর পাশে থাকা যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ জানান, রোববার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক প্রসূতি নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যজম ছেলে-মেয়ে জন্ম দিয়েছেন। তাকে দেখার মত কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসেছি। আমরা মা ও শিশু দুটির দেখাশোনা করছি। মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসার পর সেটি বন্ধ হয়েছে। শিশু দুটির পরিচর্যার পাশাপাশি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছে এনজিও, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।

এডাব যশোরের সহ-সভাপতি শাহজাহান নান্নু বলেন, বাঘারপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নারী ও তার দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনায় মা ও শিশুদের চিকিৎসা ও দেখভাল করার জন্য আমরা কাজ করছি।

বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস বলেন, খবর পেয়ে মা ও শিশু দুটিকে দেখতে এসেছি। জরুরী ভিত্তিতে তাদের জন্য নতুন কাপড়সহ কিছু উপহার সামগ্রী এনেছি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!