মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীঘ
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় তিনি ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোজন ও মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমি আহমেদ, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড। আব্দুল লতিফ, জিপি শম্ভুনাথ সিংহ প্রমুখ।
পরে প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজের ০৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।