শুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হংকংয়ে

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে হংকং। এই বৃষ্টির ফলে ঘনবসতিপূর্ণ এবং পাহাড়ি চীনা ভূখণ্ডে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে।

খবর আল জাজিরা।
চরম পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। সড়ক, শপিং মল ও মেট্রো স্টেশনগুলো ডুবে যাওয়ায় শুক্রবার শ্রমিকদের বাড়িতে থাকতে বলেছে কর্তৃপক্ষ।

শহরের ক্রস-হারবার টানেল, যেটি হংকং দ্বীপ ও কাউলুনের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ, সেটিও প্লাবিত হয়েছে। কিছু এলাকার জন্য ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

শহরের আবহাওয়া সংস্থা দ্য হংকং অবজারভেটরি মধ্যরাত পর্যন্ত সদর দপ্তরে ঘণ্টায় ১৫৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাতের কথা জানিয়েছে। ১৮৮৪ সালে রেকর্ড শুরুর পর থেকে এটি সর্বোচ্চ।

অবজারভেটরি সতর্ক করে দিয়ে বলেছে, ভারী বৃষ্টিতে হঠাৎ বন্যা নেমে আসতে পারে। নদীর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং তাদের বাড়িঘর প্লাবিত হলে তাদের সরিয়ে নেওয়ার কথা বিবেচনায় রাখতে হবে।

আঞ্চলিক প্রধান নির্বাহী জন লি বলেন, তিনি তীব্র বন্যা নিয়ে বেশ শঙ্কিত। সব বিভাগকে তিনি সর্বোচ্চ সাড়া দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!