বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগর উপজেলা নির্বাচনে জামানত হারালেন যারা

প্রতিবেদক
the editors
মে ৯, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের সংশোধিত বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) ১৫ শতাংশ ভোট পেতে হবে। এর কম পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

জামানত হারানো চেয়ারম্যান প্রার্থী অ্যাড. কৃষ্ণপদ মন্ডল পেয়েছেন ১০ হাজার ২৮৬ ভোট। ভাইস চেয়ারম্যান প্রার্থী সাগর চন্দ্র মন্ডল পেয়েছেন ১৩ হাজার ২৩৪ ভোট, রেজাউল করিম পেয়েছেন ৮ হাজার ৬০৩ ভোট, বিধান কুমার জোয়ারদার পেয়েছেন ৬ হাজার ১১৪, সিকান্দার আবু জাফর পেয়েছেন ৩ হাজার ৯২৬ ভোট ও সুকন্ঠ আউলিয়া পেয়েছেন ১ হাজার ৫৮৫ ভোট।

প্রসঙ্গত, শ্যামনগরে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৪৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ২৯২জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩জন। এর মধ্যে ৯৪ হাজার ৫০৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!