শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদের প্রস্তুতি সভা ও কমিটি গঠন

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদের আঞ্চলিক বিশ্বসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও শিমুল পারভীন ইতি’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বঙ্গীয়’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্যা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, বঙ্গীয়’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খান, মুক্তি মতিয়া খান ও সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার।

এসময় উপস্থিত ছিলেন কবি গাজী শাহজাহান সিরাজ, গীতিকার মোকাম আলী খান, অধ্যাপক ইদ্রিস আলী, কবি শুভ্র আহমেদ, কবি স ম তুহিন, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, ডা. সুব্রত ঘোষ, কণ্ঠশিল্পী চৈতালী মূখার্জী, কবির রায়হান, সুরেশ পান্ডে, বদরু মোঃ খালেকুজ্জামান, শেখ মনিরুল ইসলাম প্রমুখ।

প্রস্তুতি সভার প্রথম অধিবেশনে আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন শিমুল পারভীন ইতি, নাদিরা বেগম, দীপা গাইন, সুমনা, রিমী ও অজয় সাহা। আবৃত্তি করেন তামান্না জাবরিন, মনিরুজ্জামান মুন্না ও ইতি। নৃত্য পরিবেশন করেন সাইবা হাসান।

সভা শেষে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ সাতক্ষীরা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ডা. সুব্রত ঘোষ ও মুক্তি মতিয়া খান, সাধারণ সম্পাদক শিমুল পারভীন ইতি, যুগ্ম সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি ও সুমন সাহা, সাংগঠনিক সম্পাদক কাজী মাসুদুল হক, বিভাগীয় সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাস, মনিরুজ্জামান মুন্না, শেখ মনিরুল ইসলাম, স ম তুহিন, ইউনুস আলী, অজয় সাহা, তামান্না জাবরিন, নাদিরা বেগম, শফিকুর রহমান পরাগ, দীপা গাইন ও অসীম মুন্ডা, নির্বাহী সদস্য যথাক্রমে সিরাজুল ইসলাম, এস এম আব্দুল ওয়াহেদ, শেখ মোসফিকুর রহমান মিলটন, মোকাম আলী খান, শিরীন সিদ্দীকী, চৈতালী মূখার্জী, কামরুল ইসলাম, সাজেদা আক্তার চায়না ও ফারুক হোসেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!