এম জুবায়ের মাহমুদ: “আমরা গরিব মানুষ আমাদের অভিযোগের কোন দাম নেই, আমাদের মোরা মানুষগা কবর নুনা পানির উপরে ভেসতি।”
নিয়ম নীতি উপেক্ষা করে চিংড়ি ঘেরে স্থানীয় প্রভাবশালীদের তোলা লবণ পানিতে ফসলের ক্ষেত, পরিবারের সদস্যদের কবর ও লোকালয় প্লাবিত হওয়ার পর উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় আক্ষেপের সাথে কথাগুলো বলছিলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্ৰামের বাসিন্দা মুনজিলা বেগম।
খোঁজখবর নিয়ে জানা গেছে, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী এলাকায় দীর্ঘ দিন ধরে লোনা পানি তুলে চিংড়ি চাষীদের কাছে বিক্রি করছেন একই এলাকার মোঃ আব্দুল হাই নামের এক ব্যক্তি।
এসব চিংড়ি ঘেরে কোনো আউট ড্রেন না থাকায় ঘেরে তোলা লবণ পানিতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।
ঘেরের লবণ পানিতে এলাকার মানুষের মিষ্টি পানির পুকুর থেকে শুরু করে সবজির ক্ষেত, এমনকি তাদের পরিবারের সদস্যদের কবরের উপরেও পানি উঠে গেছে।
দীর্ঘদিন ধরে এমন অবস্থার শিকার হলেও প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো হয় তাদের।
এ অবস্থার প্রতিকার চেয়ে ইতোমধ্যে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।
স্থানীয় মিজানুর রহমান বলেন, লবণ পানি উত্তোলনের স্লুইচ গেটটি যদি বন্ধ হতো, তাহলে আমরা গ্ৰামবাসী একটু স্বস্তি পেতাম। স্থানীয়রা তাদের জমিতে ধান চাষসহ সব সিজনেই ফসল করতে পারতো। কিন্তু লোনা পানির জন্য কিছুই হচ্ছে না।
ভুক্তভোগী আমেনা বেগম বলেন, তারা যদি আউট ড্রেন করে ঘের করতো তাহলে আমাদের জীবন বিপর্যস্ত হতো না।
এবিষয়ে অবৈধ স্লু্ইচ গেট মালিক আব্দুল হাই তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার গেট দিয়ে তোলা পানি তাদের কোন ক্ষতি করছে না ।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।