মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

“আমাদের মোরা মানুষগা কবর নুনা পানির উপরে ভেসতি”

প্রতিবেদক
the editors
এপ্রিল ১৮, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: ‍‍“আমরা গরিব মানুষ আমাদের অভিযোগের কোন দাম নেই, আমাদের মোরা মানুষগা কবর নুনা পানির উপরে ভেসতি।”

নিয়ম নীতি উপেক্ষা করে চিংড়ি ঘেরে স্থানীয় প্রভাবশালীদের তোলা লবণ পানিতে ফসলের ক্ষেত, পরিবারের সদস্যদের কবর ও লোকালয় প্লাবিত হওয়ার পর উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় আক্ষেপের সাথে কথাগুলো বলছিলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্ৰামের বাসিন্দা মুনজিলা বেগম।

খোঁজখবর নিয়ে জানা গেছে, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী এলাকায় দীর্ঘ দিন ধরে লোনা পানি তুলে চিংড়ি চাষীদের কাছে বিক্রি করছেন একই এলাকার মোঃ আব্দুল হাই নামের এক ব্যক্তি।

এসব চিংড়ি ঘেরে কোনো আউট ড্রেন না থাকায় ঘেরে তোলা লবণ পানিতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

ঘেরের লবণ পানিতে এলাকার মানুষের মিষ্টি পানির পুকুর থেকে শুরু করে সবজির ক্ষেত, এমনকি তাদের পরিবারের সদস্যদের কবরের উপরেও পানি উঠে গেছে।

দীর্ঘদিন ধরে এমন অবস্থার শিকার হলেও প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো হয় তাদের।

এ অবস্থার প্রতিকার চেয়ে ইতোমধ্যে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।

স্থানীয় মিজানুর রহমান বলেন, লবণ পানি উত্তোলনের স্লুইচ গেটটি যদি বন্ধ হতো, তাহলে আমরা গ্ৰামবাসী একটু স্বস্তি পেতাম। স্থানীয়রা তাদের জমিতে ধান চাষসহ সব সিজনেই ফসল করতে পারতো। কিন্তু লোনা পানির জন্য কিছুই হচ্ছে না।

ভুক্তভোগী আমেনা বেগম বলেন, তারা যদি আউট ড্রেন করে ঘের করতো তাহলে আমাদের জীবন বিপর্যস্ত হতো না।

এবিষয়ে অবৈধ স্লু্ইচ গেট মালিক আব্দুল হাই তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার গেট দিয়ে তোলা পানি তাদের কোন ক্ষতি করছে না ।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সদকাতুল ফিতর বিষয়ক গুরুত্বপূর্ণ কয়েকটি বিধান

তত্ত্বাবধায়ক সরকার হলে আ.লীগ ১০টি আসনও পাবে না : মির্জা ফখরুল

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরা উপকূলের নদ-নদী উত্তাল

শামীম ঝড়ে মান বাঁচল সাকিবের রংপুরের, তামিমের বরিশালের দরকার ১৫০

কয়রায় নবনির্বাচিত এমপি রশীদুজ্জামানের মতবিনিময়

মার্টেলো কাপে চাঁদনীমূখা চ্যাম্পিয়ন, সুন্দরবন প্রেসক্লাব রানার্সআপ

বিশ্বে প্রথমবারের মতো প্রতিস্থাপিত হলো পূর্ণাঙ্গ চোখ, দেখাচ্ছে আশার আলো

কয়রায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে ইন্টারজেনারেশনাল ডায়ালগ

শ্রমজীবী মানুষের মাঝে শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পানি বিতরণ

সাতক্ষীরা-২ আসনে ভাগ্য খুললো আশরাফুজ্জামান আশুর, পূর্ণ সমর্থন পাবেন আ’লীগের

error: Content is protected !!