পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচনে ৩৩ হাজার ৮৭২ ভোট পেয়ে আনন্দ মোহন বিশ্বাস বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের কামরুল হাসান টিপু পেয়েছেন ৩১ হাজার ২৭৮ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদের অন্যান্য প্রার্থীদের মধ্যে দোয়াত কলমের শেখ আবুল কালাম আজাদ ১৩ হাজার ৭৩২ ভোট, কাপ পিরিচের স ম শিবলী নোমান রানা ১ হাজার ৩৯৯ ভোট, আনারসের কৃষ্ণ পদ মন্ডল ১ হাজার ৪৯ ভোট ও হেলিকপ্টার প্রতীকের আসাদুল বিশ্বাস ৪৮০ ভোট পেয়েছেন।
এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা রানী মন্ডল ফুটবল প্রতীকে ৩৬ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ময়না খাতুন হাঁস প্রতীকে ২১ হাজার ৯৬৪ ভোট, লিপিকা ঢালী পদ্মফুল প্রতীকে ১৫ হাজার ৭৪৩ ভোট ও ইয়াসমিন বুসরা কলস প্রতীকে ৬ হাজার ৪৭০ ভোট পেয়েছেন।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে স ম আব্দুল ওয়াহাব বাবলু পালকি প্রতীকে ১৮হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুকুমার চন্দ্র ঢালী উড়েজাহাজে প্রতীকে ১৪ হাজার ৮২০ ভোট, মোঃ সিরাজুল ইসলাম মাইক প্রতীকে ১০ হাজার ৯ ভোট, বজলুর রহমান টিয়া পাখি প্রতীকে ৯ হাজার ৪৯১ ভোট, ফরহাদ হোসেন ফয়সাল টিউবওয়েল প্রতীকে ৮ হাজার ৫৯৫ ভোট, বাবুল শরীফ বই প্রতীকে ৬ হাজার ৪৫৫ ভোট, শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু তালা প্রতীকে ৫ হাজার ৫৮৫ ভোট, এস এম হাবিবুর রহমান মুছা চশমা প্রতীকে ৪ হাজার ২৭৮ ভোট ও মিলন মোহন মন্ডল আইসক্রিম প্রতীকে ৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
নির্বাচনে ২ লক্ষ ৩১ হাজার ৯ শত ১৩ জন ভোটারের মধ্যে ৭৯ হাজার ৯শ ৫৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।