স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: ‘কর্মের মাধ্যমে আশা তৈরি’ স্লোগানকে সামনে রেখে যশোরে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকালে যশোর দড়াটানা মোড়ে গণসমাবেশের আয়োজন করে বিভিন্ন সামাজিক সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতের মেডিকেল অফিসার ডা. নওমী, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, যশোর উপশহর কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন ইকবল, প্রেসক্লাব যশোরের যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান মিলন, অ্যাডভোকেট জান্নাতুল সূচী, জেলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দীন, আই ডাবলু এফের ফিল্ড অফিসার পারুল আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাজান নান্নু।
অনুষ্ঠানে আই ডবলু এফ, এডিডি, ধারা, অর্পন মানব কল্যাণ সংস্থা, বঞ্চিতা যশোর, যশোর আহছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র অংশ নেয়।